নারায়ণগঞ্জের রূপগঞ্জ বেপরোয়া মাটির ট্রাকে প্রতি দিনই ঝড়ে যাচ্ছে তাজা তাজা প্রাণ। অদক্ষ ড্রাইভার ও ফিটনেসবিহীন গাড়ির বেপরোয়া গতিই এর প্রধান কারণ। ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরের ট্রাক(ঢাকা মেট্টো-ট ১৪-১৪৮৫) সঙ্গে বেপরোয়া মাটির ট্রাক( ঢাকা মেট্টো-ট ১৪-০২৩০) এর ধাক্কায় নিহত এক ও আহত এক।
সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট সুবর্ণা গ্রামের পাশে এ ঘটনাটি ঘটেছে। এতে পাথরের ট্রাকের হেলপার(৩০) নিহত ও একজন সুমি (২২) নামে পথচারী আহত হয়েছে। পরে বেপরোয়া মাটির ঘাতক ট্রাকটি ট্রাফিক পুলিশ উদ্ধার করে নিয়েছে যায়। ভূলতা ট্রাফিক পুলিশের টিআই মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথরের ট্রাক রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল সাওঘাট সুবর্ণা গ্রামের পাশে গাড়িটি বিকল হয়ে পড়ে। পরে মেরামতের জন্য রাস্তার পাশে গাড়িটি দাঁড় করানো হয়। সকাল ১০ টার দিকে উপজেলার আধুরীয়া থেকে মাটি ভর্তি একটি ট্রাক পাথরের ট্রাকটিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই পাথরের ট্রাকের হেলপার নিহত হন। আরো একজন সুমি নামে নারী পথচারী আহত হয়। তবে তাঃক্ষণিকভাবে নিহতর নাম পরিচয় জানা যায়নি। নিহতকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply