করোনার মহামারিতে কর্মহীন হয়ে পরেছে অনেকেই, সেই সাথে বিপাকে পরে গেছে পরিবারের আয়ের উৎস প্রবল মানুষগুলো। তাই বর্তমান করোনা অতিমারি পরিস্থিতিতে ৩শ’ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ।
রবিবার (২৫ এপ্রিল)নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায়,দুস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, ” আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য আহবান জানাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্যও সবার কাছে দোয়া চাই।”
Leave a Reply