নারায়নগঞ্জের জনপ্রিয় কাউন্সিলর, করোনাবীর খোরশেদ গভীর ষড়যন্ত্রের শিকার।মানসিক যন্ত্রণায় পরিবার। শনিবার (২৪ এপ্রিল ২০২১) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জনপ্রিয় কাউন্সিলর মাকসুদুল খন্দকার খোরশেদ গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
তিনি তার ফেসবুক লাইভে এসে ঘটনার কথা তার শুভাকাঙ্ক্ষীদের জানান, এসময় তার পাশে ছিলেন তার স্ত্রী লুনা খন্দকার। উল্লেখ্য গত এক বছর যাবত কাউন্সিলর খোরশেদ করোনা মহামারীর শুরুতেই দেশবাসীকে চমকিয়ে দিয়ে মরণব্যাধি করোনাকে মোকাবেলা করার জন্য দুঃসাহসিক কর্মসূচি ঘোষণা করেন। মৃত্যু নিশ্চিত জেনেও গঠন করেন টিম খোরশেদ ১৩ নামে একটি নির্ভিক সংগঠন। যাদের প্রধান কাজ হচ্ছে করোনা রোগীদের সেবা শুশ্রূষা এবং ভয়াল করোনার থাবায় মৃতদেহ গুলোর দাফন সৎকার করা।যা দেশের সর্বমহলেই প্রশংসিত হয়।এসব মানবিক কাজ দেশের অনেককে প্রভাবিত করে।অনেকেই অনুপ্রাণিত হয়ে এমন টিম গঠন করে দেশের অনেক স্থানের যুব সমাজ এগিয়ে আসে মানব সেবায়। যার কৃতিত্ব জনপ্রিয় কাউন্সিলর খোরশেদের।
নিঃঅহঙ্কার এ কাউন্সিলর খোরশেদের নারায়ণগঞ্জে রয়েছে বিশাল সমর্থক গোষ্ঠী। খোরশেদের অনুসারীদের ধারণা তার জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন তার ফেসবুক আইডিতে লিখেছেন খোরশেদ একজন জনপ্রিয় এবং মাটি ও গনমানুষের নেতা।
তিনি মানবসেবায় নিয়োজিত থাকতে পছন্দ করেন। তিনি ষড়যন্ত্রের শিকার।আমাদের বিশ্বাস তিনি নিশ্চয়ই এই ষড়যন্ত্র থেকে মুক্ত হবেন।এমন অপপ্রচারে খোরশেদের পরিবারের শিশু সদস্যদের মানসিক অবস্থা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। সাঈদা শিউলি নামের মধ্য বয়সী একনারীর ব্ল্যাকমেইলিং এর শিকার হচ্ছেন।খোরশেদ কাউন্সিলর এমন একটি বিব্রতকর পরিস্থিতিতে পরায় তার পক্ষে তার অনুসারীদের পক্ষ থেকে অসংখ্য ফেসবুক ইউজার নিজ নিজ আইডি থেকে নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন।
Leave a Reply