৩৪ ও ৫০ বছরের দুই পুরুষের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জে। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ নিয়ে মোট দ্ইু শত দুই জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বেসরকারী ভাবে আরো বেশী বলে মনে করা হয়। কারণ, নারায়ণগঞ্জের অনেকে ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুসহ নানা তথ্যই জেলার স্বাস্থ্য বিভাগে আসে।
গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ১২ হাজার ১ শত ৮৫ জন আক্রান্ত হয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে সোমবার (১৯ এপ্রিল) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদন অনুযায়ি, ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ হয়েছে ৬৭৫ জনের, আক্রান্ত হয়েছে ১০৮ জন। এ যাবত মোট ৯৭ হাজার ৬জনের পরীক্ষা করে ১২ হাজার ১ শত ৮৫ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৯ শত ৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আর প্রাণ হারিয়েছেন দুই শত দুই জন।
গত বছরের ৮ মার্চ নারায়ণগঞ্জের ২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর দুই মাসের ‘লকডাউনে’ জনজীবন একপ্রকার অচল ছিল। এরপর সংক্রম কমার সঙ্গে সঙ্গে বিধিনিষেধও ধীরে ধীরে শিথিল হতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জেলায় দৈনিক শনাক্তের হার নেমে এসেছিল মাত্র দশের কোঠায়। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে আবার সংক্রমণ আবার বাড়ছে দ্রুত গতিতে। এ অবস্থায় করোনার সংক্রমন নিয়ন্ত্রণ করতে গত ৫ এপ্রিল থেকে প্রথমে ৭ দিনের লকডাউন, এরপর আবার ১৪ এপ্রিল থেকে চলছে সারা দেশে সর্বাত্বক লকডাউন।
Leave a Reply