বিশিষ্ট শ্রমিক নেতা মরহুম আমিনুল ইসলামের মেয়ে ও আলী আহাম্মদ চুনকার বড় ছেলের স্ত্রী মিতা আহম্মেদ মারা গেছেন। শুক্রবার সকালে তিনি রাজধানীর পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই মহানগর যুবলীগের সহ-সভাপতি আহাম্মদ আলী রেজা রিপনের স্ত্রী মিতা আহম্মেদ দীর্ঘদিন ধরে লিভারের রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জুম্মা জানাজা শেষে মাসদাইর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply