লকডাউনে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তকে ‘অবাস্তব’ ও ‘অমানবিক’ বলে আখ্যায়িত করেছে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি নেতৃবৃন্দ। সোমবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ টিভি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তারা একথা বলেন। তারা অবিলম্বে মার্কেট খুলে দেয়ার দাবী জানান।
লিখিত ও মৌখিক বক্তব্যে তারা বলেন, করোনার কারনে প্রায় এক বছর ধরে তারা আর্থিক ক্ষতির সম্মুখিন। সে ক্ষতি এখনো তারা কাটিয়ে উঠতে পারেননি। দীর্ঘদিন তারা মার্কেট বন্ধ রাখতে বাধ্য হন। আবার মার্কেট খোলা থাকলেও করোনার কারনে ক্রেতার সংখ্যা ছিলো কম। এমনকি ঈদ, পহেলা বৈশাখেও অন্যবারের মতো ক্রেতা আসেনি। অথচ দোকান কর্মচারিদের পূর্ন বেতন-বোনাস, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, দাড়োয়ান চাঁদা সব শোধ করতে হয়েছে। সরকার ঘোষিত প্রণোদনার অর্থ সাহায্য দোকান ব্যবসায়ীরা পাননি। ট্রেড লাইসেন্স ফি, ড্রিলিং লাইসেন্স আয়কর ও ভ্যাট প্রদান করতে হয়েছে। এসবে সরকার তাদের কোনো ছাড় দেয়নি। এবারে রোজার ঈদ আর পহেলা বৈশাখ একদিনে পড়েছে। ফলে এমনিতেই একটি ইভেন্ট কম। তা-ও দোকানদাররা ঋন নিয়ে নতুন করে প্রস্তুতি নিয়েছিলেন ক্ষতি পুষিয়ে নেয়ার। কিন্তু রোজার আগ মূহূর্তে সরকারের এ সিদ্ধান্তে তাদের সর্বশান্ত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই তারা স্বাস্থ বিধি মেনে মার্কেট-দোকান খোলা রাখার সূযোগ দেয়ার দাবী জানান।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক আরিফ দীপু, যুগ্ম সাধারন সম্পাদক উচ্ছাস আলম, মিনার মাহমুদ, শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান লিটন, মোহাম্মদ সাগর, বাপ্পী ঘোষ, মোহাম্মদ দিদার, নূরে আলম প্রমুখ।
Leave a Reply