করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।
শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ কথা বলা হয়েছে। সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকাউনের চিন্তা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. ইমতিয়াজ উদ্দিন জানান, লকডাউনের বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নির্দেশনা আসেনি। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথ ভাবে নেয়া হবে।
উল্লেখ্য, গত বছরও বেশ কয়েক ধাপে বিভিন্ন মেয়াদে নারায়ণগঞ্জসহ সারাদেশ লকডাউনে ছিলো। মাঝের কয়েকটি মাস স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও গত কয়েক সপ্তাহ করোনার রোগী আশংকাজনক ভাবে বাড়তে শুরু করেছে।
Leave a Reply