নারায়নগঞ্জ জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (আগামী ২০২১-২৩ মেয়াদে) ফের সভাপতি নির্বাচিত হয়েছেন খালেদ হায়দার খান কাজল। গত ২৯ মার্চ (সোমবার) নির্বাচন বোর্ডের সভায় নতুন মেয়াদে তার নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া জেনারেল গ্রুপ থেকে সিনিয়র সহ-সভাপতি পদে মো. মোরশেদ সারোয়ার (সোহেল), সহ-সভাপতি আমিনুর রশিদ, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, মোঃ নাজমুল আলম, মো. এহসানুল হাসান, ইমতিনান ওসমান অয়ন , মোহাম্মদ সাইফুল ইসলাম, খন্দকার সাইফুল ইসলাম, সৌমিক দাস, রতন কুমার সাহা ও মো. সেলিম সারোয়ারর নাম ঘোষণা করা হয়।
এসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন শ্যামল কুমার সাহা, মো. শাহাদাত হোসেন ভূইয়া, মো. আরিফ দিপু, আশিকুর রহমান, সোহেল আক্তার, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ।
পাশাপাশি ট্রেড গ্রুপ থেকে পরিচালন নির্বাচিত হয়েছেন সাবেক এমপি এড. হোসনে আরা বেগম বাবলী।
Leave a Reply