বন্দর উপজেলা যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার ৫০ তম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল ২৬মার্চ বিকেলে বন্দরের খানবাড়ী মোড়ে জমকালো অনুষ্ঠানে মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ.রশিদ।
বন্দর উপজেলা সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোঃ শেখ মমিন এবং মোঃ সায়মন খানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, আওয়ামী লীগ নেতা শহিদুল হাসান মৃধা,মো: শাহজাহান,যুবলীগ নেতা মাসুম আহম্মেদ,ডালিম হায়দার,রাজু আহম্মেদ,আকিব হাসান রাজু,ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপু প্রমুখ ।
সভাপতির বক্তব্যে জনপ্রিয় যুবলীগ নেতা খান মাসুদ বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ,আমাদের ঠিকানা। কোনো অপশক্তি আমাকে আমার আদর্শ থেকে বিচ্যুত করতে পারবেনা। আমার বঙ্গবন্ধুকে পেয়েছিলাম বলেই আজ স্বাধীনতার ৫০ বছর উদযাপন করতে পারছি।
Leave a Reply