নারায়ণগঞ্জকে দ্রুতগতির বুলেট ট্রেনের আওতায় আনার কার্যক্রমের পর এবার চালু হতে যাচ্ছে বিদেশের আদলে পাতাল রেল। প্রতিটি স্টেশনে ট্রেন থামবে ৩০ সেকেন্ড। জেলাটির ২টি লাইনে চলবে এসব পাতাল রেল, ২০৩০ সালের মধ্যে কাজ শেষ করতে চায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
আগামীতে সায়দাবাজের বিকল্প হিসেবে কাচপুরে আসছে বাস স্ট্যাড গুলো। গাড়ি থেকে নামার পর থাকবে না আর পরিবহন সংকট। সিদ্ধিরগঞ্জ থেকে কামরাঙ্গীচর পর্যন্ত একটি এবং নারায়ণগঞ্জ থেকে উত্তরা পর্যন্ত হচ্ছে পাতাল রেল।
গত বুধবার (২৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে এসব সড়কের সম্ভাব্যতা যাচাই কাজের সাথে যুক্ত বিদেশি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের নিয়ে এক সেমিনারের এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে সেতু বিভাগের সচিব ও প্রকল্প পরিচালক কাজী মোহাম্মদ ফেরদৌস বলেন, ২০৭০ সাল পর্যন্ত ১১টি লাইন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারমধ্যে ৩০ সালের মধ্যে নারায়ণগঞ্জের ২টিসহ মোট ৪টি লাইন হবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে কয়েক লাখ মানুষের যাতায়াতের মাধ্যম হবে পাতাল রেল।
Leave a Reply