বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনাভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি।এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ২৭ লাখ মানুষের। আক্রান্ত হয়েছেন সাড়ে ১২ কোটি মানুষ।
গত বেশ কয়েকদিন বিশ্বে একদিনে দশ হাজারের কম মৃত্যু হয়েছে। একদিনে বিশ্বে ফের দশ হাজারের বেশি মৃত্যু হয়েছে। গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৪১০ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৮৩ হাজার ৭৪১ জন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ৫৬ হাজার ৬৫৫ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ৩১ জন।
Leave a Reply