নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়ন যুবদলের ৪১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটি থেকে ৫ জন যুগ্ম আহবায়কসহ ১০ নেতা পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) পদত্যাগপত্র দেন ১০ জন। এদের মধ্যে রয়েছেন যুগ্ম আহবায়ক মামুন ভূইয়া, মোঃ শাহ-আলম, মোঃ আলমাস, দুলাল হোসেন, নূর নবী, সদস্য আলামিন মিয়া, দেলোয়ার হোসেন, জাকির হোসেন, বুলবুল খন্দকার, সোলায়মান মিয়া।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, থানা যুবদলের দায়িত্বপ্রাপ্তনেতৃবৃন্দ কতিপয় মেধাবী ও নতুন নেতৃত্ব সৃষ্টিতে প্রতিবন্ধকতার ষড়যন্ত্র হিসেবে আর্থিক সুবিধা গ্রহণ করে অযোগ্য ও আওয়ামীলীগের এজেন্টদের এ কমিটিতে পদায়ন করেছেন। এ কারণেই তারা পদত্যাগ করেন এবং পদত্যাগ করলেও গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে তারা সর্বোচ্চ সক্রিয় থাকবেন।
গত ২১ মার্চ রাতে ৪১ সদস্য বিশিষ্ট সাদীপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন করেন থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন ও সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া।
Leave a Reply