নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জি এম আরাফাত বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতি করছি। কিছু পাবার জন্য রাজনীতি করি নাই, মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মী হয়ে মরতে চাই। জীবনের অনেক সময় রাজনীতির জন্য জেল জুলুম শিকার হয়েছি। কখনো কারো কাছে কোন কিছু চাইনি। আওয়ামী লীগ হলো মানুষের পাশে থাকা দল। আগামী দিনে সঠিক রাজনীতি পরিচালনা করার জন্য সিনিয়র নেতাদের যথেষ্ট ভূমিকা থাকতে হবে।
বুধবার ১৭ই মার্চ বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবাষিকী আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা সঞ্চালয়নায় সভার সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।
নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতা এ এ এম রিশাত, রিয়াদ আহমেদ, আবু আহমেদ ভিকি, মোঃ আব্দুল্লাহ অপু, বন্ধু মহলের আয়োজনে কেক কাটেন জি এম আরাফাত। উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হাসান দিনার, রিফাত, আবির, সোহেল, সাজেন, রবিন, রেজওয়ান, শাওন, আচঁল প্রমুখ।
Leave a Reply