বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রবীণ আইনজীবী ব্যারিষ্টার মওদুদ আহমেদ এর মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির গভীর শোক। মঙ্গলবার (১৬ মার্চ ২০২১) সন্ধ্যা ছ’টায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ।
প্রবীণ এ আইনজীবীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এড তৈমূর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম সাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যু বাংলাদেশের রাজনীতির অপূরণীয় ক্ষতি। শোক বিজ্ঞপ্তিতে আরও জানান, মহান এই নেতার মৃত্যু বিএনপিতে যে শূন্যতা সৃষ্টি করবে, জাতির এ ক্রান্তিকালে তা প্রতিটি পদক্ষেপে অনুধাবিত হবে। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
Leave a Reply