শনিবার (১৩ মার্চ-২০২১ইং) জিমখানা আলাউদ্দিন খান স্টেডিয়ামে প্রয়াত মোনেম মুন্না চ্যালেঞ্জ অনুর্ধ-১৫ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে স্থানীয় ১৬টি একাডেমীর খুদে ফুটবলারদের নিয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি বসুন্ধরা কিংস চেয়ারম্যান মোঃ ইমরুল হাসান।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তানভীর আহমেদ টিটু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এজেডএম ইসমাইল বাবুল,চ্যানেল ২৪ এর এডিটর দিলু খন্দকার ও প্রয়াত মোনেম মুন্নার সহধর্মিনী সুরভি মুন্না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রবিউল হোসেন,সদস্য গোলাম গাউছ,জাকির হোসেন শাহিন,টুর্নামেন্ট কমিটির আহবায়ক মেহেবুবুল হক তালুকদার টগর,জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির,সাবেক জাতীয় ফুটবলার আমিনুর রহমান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন,কাজী নজরুল ইসলাম,সুজন ভুইয়া,আজমুল হোসেন বিদ্যুৎ,আব্দুল্লাহ পারভেজ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সিরাজ উদ্দিন আহমেদ,জাকির হোসেন,গৌতম কুমার সাহা,সাবেক ফুটবলার নাদিম হাসান মিঠু,মকবুল হোসেন রতন প্রমুখ।
বক্তারা বলেন উপমহাদেশের অন্যতম সেরা খেলোয়ার ছিলেন মোনেম মুন্না। তার হাত ধরেই বাংলাদেশ ফুটবলের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল।
বক্তারা আরো বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার আশেপাশে যদি থাকতাম তাহলে মোনেম মুন্নাকে ফুটবলের স্যার উপাধি দিতাম। দু:খ একটাই আমরা মোনেম মুন্নাকে জীবিত অবস্থায় তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারি নি। তবে তোমরা যারা তার উত্তরসূরি আছো অবশ্যই মোনেম মুন্নাকে সম্মান প্রদর্শন করবা এই আশাটুকু আমরা করতেই পারি।
আলোচনা শেষে এটুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ টুর্নামেন্টের খেলাগুলি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে ওসমানী পৌর স্টেডিয়াম ও বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে।
Leave a Reply