সোমবার (০৮ মার্চ২০২১) সকাল ১০ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশ্ব নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,স্বাধীনতার ৫০ বছরেও নারীদের জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা তৈরী করতে পারিনি। এটা রাজনৈতিক ব্যর্থতা। এটা রাজনীতিবিদদেরই ব্যর্থতা।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এদেশের সকল নারীর জীবনের নিরাপত্তা এবং আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহার সহ অবিলম্বে মুক্তি দিতে হবে।
জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,সহ-সাংগঠনিক সম্পাদক এড আব্দুস সালাম আজাদ,মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, রহিমা শরিফ মায়া প্রমুখ।নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ মহিলাদলের সাধারণ সম্পাদিকা রহিমা শরিফ মায়ার নেতৃত্বে শতাধিক মহিলা দলের নেতাকর্মী কেন্দ্রীয় মহিলাদল আয়োজিত সমাবেশ ও র্যালীতে অংশগ্রহণ করতে দেখা যায়।
Leave a Reply