নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাই ভাই স্পিনিং মিলের এক নারী শ্রমিক (১৮) তার প্রেমিক কর্তৃক ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক আশিক(২১) কে গ্রেফতার করেছে।
আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানাগেছে,ধর্ষিতা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামে দরিদ্র পিতার সন্তান ও ভাই ভাই স্পিনিং মিলের ৫নং ইউনিটের নারী শ্রমিক। সে দীর্ঘ দিন এ মিলে কর্মরত থাকায় তার আসা যাওয়ার লেগুনার চালক উপজেলার দুপ্তারা ইউনিয়নের চরপাড়া এলাকার মোস্তফার ছেলে আশিকের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। বিগত ৬/৭আস আগে আশিক নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে ঐ বালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে সে ধর্ষিতাকে কৌশলে বিভিন্নস্থানে ঘুরতে নিয়ে গিয়ে বিয়ে করার প্রলোভন দিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। বিগত ১ডিসেম্বর স্পিনিং মিলের কাজের শেষে রাত ১১টার দিকে আশিক বালিকাকে কৌশলে তার বাড়ি চরপাড়া এলাকায় নিয়ে যায়। ঐ দিন আশিকের বাড়িতে অন্য কেউ ছিলনা।
রাতে আশিক পুনরায় ইচ্ছার বিরুদ্ধে ঐ বালিকাকে ধর্ষণ করে। পরে এ ঘটনার বিচার চাওয়ার কথা বললে আশিক তাকে বিয়ে করবে বলে চুপ থাকতে বলে। এভাবে সে সময় ক্ষেপন করতে থাকে। সম্প্রতি ধর্ষিতা বালিকা অন্তসত্ত্বা হয়ে পড়লে সে এ ঘনা আশিককে জানালে সে বিয়ে করবে না বলে জানিয়ে গা ঢাকা দেয়। এ ঘটনা ধর্ষিতা স্থানীয়ভাবে জানিয়ে বিচার না পাইয়া ধর্ষিতা রবিবার রাতে ধর্ষক আশিকের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ধর্ষন মামলা দায়ের করে।
এ অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার সকালে ধর্ষক আশিককে আড়াইহাজার বাজার থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply