নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা গোদনাইল বাগপাড়া বার্মাইস্টার্ন নিবাসী সাবেক আওয়ামীলীগ নেতা ১৯৫৪ইং সালের যুক্তফ্রন্ট নির্বাচনকালীন ইউনিয়ন আওয়ামীলীগ (বর্তমান সিদ্ধিরগঞ্জ থানা) সভাপতি মরহুম চাঁন মিয়া প্রধানের বড় ছেলে সাবেক আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হাসান আলী প্রধানের আজ ১১তম মৃত্যুবার্ষিকী।
গত ২৮.২.২০১০ইং সালে তার নিজ বাসভবন প্রধান বাড়ীতে মৃত্যু বরন করেন। বীর মুক্তিযোদ্ধা মো: হাসান আলী প্রধান বঙ্গবন্ধুর আদর্শের গড়া আওয়ামীলীগের সাথে আমৃত্যু সম্পৃক্ততা ছিলেন। তিনি ১৯৬৮ইং সাল থেকে ১৯৭৫ইং সাল পর্যন্ত গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ছিলেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন। প্রথম সাংগঠনিক কমিটির যুগ্ন আহবায়কের দায়িত্য পালন করেন পরে সাংগঠনিক সম্পাদক হন এবং সিদ্ধিরগঞ্জ থানা রেডক্রস সোসাইটির চেয়ারম্যান ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মো: হাসান আলী প্রধান ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে বিরাট ভুমিকা পালন করেন। ২নং সেক্টরের আগরতলা মেলাঘর ক্যাম্পের মূল দায়িত্বে থাকা মরহুম একেএম শামসুজ্জোহা সাহেবের একান্ত সহকারী ছিলেন।

২নং সেক্টরে যাচাই বাছাই করে অনুমতি দিতেন কার কোথায় থাকতে হবে এবং কে কোথায় ট্রেনিং নিবে। তিনি বাংলাদেশ থেকে একের পর এক মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য এলাকার যুবক ছেলেদের উৎসাহিত করে বিভিন্ন রাস্তায় ভারতে এনে মুক্তি বাহিনীতে যোগ দেওয়াতেন। তৎকালীন গনপরিষদের সদস্য আফজাল সাহেব এমপি তার দিন গুলি মোর বই.তে বীর মুক্তিযোদ্ধা মো: হাসান আলী প্রধানের মহান মুক্তিযুদ্ধের বিশেষ ভুমিকার কথা লিখে গেছেন।এছাড়া এলাকার সমাজের কাজে মসজিদ কবরস্থান উন্নয়নে তার অনেক অবদান রয়েছে। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হাসান আলী প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ বাসভবনে মিলাদ কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ্ যেন তাকে জান্নাতবাসী করেন।
Leave a Reply