বিশ্ব মহামারী করোনার ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। টিকাদান কর্মসূচির ১৭ তম দিনে বুধবার ( ২৪ ফেব্রুয়ারী ) দুপুরে নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতাল থেকে তিনি ভ্যাকসিন গ্রহন করেন।
ভ্যাকসিন নেয়ার পর শামীম ওসমান এমপি তাঁর অনুভুতি প্রকাশ করে বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কারন আমার জানামতে বিশ্বের ১৩০টি দেশ এখনো টিকা পায়নি। সেই যায়গায় আমাদের মতো একটি অর্ধ উন্নয়নশীলদেশ যার জনসংখা প্রায় ১৭ কোটি সেই দেশটি করোনার টিকাটি পেয়েছে। এটি শুধু মাত্র সম্ভব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।
তিনি আরও বলেন, আমি এখনো কোথাও শুনতে পাই নাই যে এই টিকা নেয়ার কারনে কারো কোন ধরনের অসুবিধা হয়েছে। আমি সবাইকে বলতে চাই আপনি এবং আপনার পরিবারের লোকেরা টিকা নেন। এখনো বিশ্বের অনেক দেশে টাকা দিয়েও করোনার টিকা নিতে পারছে না। সেই দিক দিয়ে আমার মনে হয় আমরা অনেক এগিয়ে আমি সবাইকে আবার অনুরোধ করবো আসুন টিকা নেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার করোনার ফোকাল পার্সন ডা. জাহিদ, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভির আহমেদ টিটুসহ অনেকে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী ( রবিবার ) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে জেলার সিভিল সার্জনের টিকা নেয়ার মধ্য দিয়ে জেলায় টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়।
Leave a Reply