যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো পাগলা উচ্চ বিদ্যালয়। ২১ ফেব্রুয়ারী সকালে স্কুল প্রাংগনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসটিকে সামনে রেখে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে মায়ের ভাষা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভাষা সৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পাগলা উচ্চ বিদ্যালয়।
স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির এডহক অভিভাবক সদস্য মোঃ রেজাউল করিম, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিনা সুলতানা,সিনিয়র শিক্ষক মোঃ আরিফুর রহমান, পরিমল মালাকার, চম্পা রানী বিশ্বাস প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষকমন্ডলী ও স্কুলের শিক্ষার্থীরা।
দোয়া মাহফিল, আলোচনা সভা শেষে স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।
Leave a Reply