ফতুল্লায় আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিকের শুভ উদ্বোধন আগামী ২৭ ফেব্রুয়ারী ২০২১।ফতুল্লার ধন্যাঢ্য ব্যবসায়ী পরিবারের প্রধান কর্তা হাজী জালাউদ্দিন সাহেব।জীবদ্দশায় তিনি ফতুল্লায় অনেক উন্নয়ন কাজে জড়িত ছিলেন।কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শাহআলমের পিতা হাজী জালালউদ্দিন এবং মাতা আলহাজ্বা আফিয়া খাতুন এর নামে একটি আফিয় জালাল ফাউন্ডেশন ফতুল্লা এলাকার মানুষের জন্য সহযোগিতা মুলক বিভিন্ন কাজ করে থাকে।
তার ধারাবাহিকতায় আফিয়া জালাল ফাউন্ডেশন ক্লিনিকের উদ্বোধন করতে যাচ্ছে ফতুল্লার এই ধন্যাঢ্য পরিবারের সন্তানেরা। এই হাসপাতাল নির্মাণের জন্য হাজী জালালউদ্দিন সাহেবের ৬ জন ছেলেই খুব আন্তরিক। কারন উনারা এলাকার মানুষের জন্য বিভিন্ন উপায়েই সাহা্য্যের হাত প্রসারিত রাখেন। জানা যায় হাজী জালালউদ্দিন সাহেবের ৬ ছেলের মধ্যে একজন মোহাম্মদ শাহআলম যিনি বিগত ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধাঁনের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন, যদি ঐ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন। এমপি নির্বাচিত না হয়ে ও তিনি ফতুল্লার মানুষকে ছেড়ে যান নি।
Leave a Reply