মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সম্মুখ সারিতে থেকে জনগনের পাশে দাড়ানো এবং কর্মহীন জনগোষ্ঠীকে সার্বিক সহায়তা প্রদান ও সুরক্ষা সামগ্রী ব্যবহারে আগ্রহী করায় রূপগঞ্জের ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর এলাকার হোটেল ফার্স-এর অডিটরিয়ামে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এসএম জাকারিয়ার সভাপতিত্বে তাকে এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করে তার হাতে আজীবন সদস্য সম্মাননা ও স্বর্ণপদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সাধারন সম্পাদক নাজিমউদ্দিন ভূইয়া রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শেখর এমপি, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর, এশিয়ান টিভির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সিআইপি প্রমুখ।
Leave a Reply