বুধবার (১৭ ফেব্রুয়ারী ২০২১) যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সভায় ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের সুপারিশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি বিলুপ্তির সিদ্বান্ত গ্রহন করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
আরো জানা গেছে বগুড়া জেলা যুবদল,মানিকগঞ্জ জেলা যুবদল এবং গাজীপুর মহানগরের ৩টি ইউনিট কমিটির অনুমোদন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রেস বিঞ্জপ্তিতে সেই সঙ্গে ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ দীর্ঘদিন যাবত নেতৃত্বে রয়েছেন।যার ফলে তিনি ব্যক্তি কেন্দ্রীক হয়ে উঠেছিলেন। সংগঠনের অন্য কারো মতামতকে তিনি কখনো গুরুত্ব দিতেন না। এমন অভিযোগ ছিলো ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমে কাছে। যা প্রকাশিত হয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম যখন নারায়নগঞ্জের কমিটি গঠন পূর্নগঠন পক্রিয়া জানেন মহানগর যুবদলের একাধিক নেতা অভিযোগ করেন।
Leave a Reply