নারায়নগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাসিরউদ্দিন টেলিগ্রাফ নিউজ২৪.কম কে বলেন, সম্প্রতি সরকারের জামুকা কতৃক সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের স্বীকৃতি সনদ বীরউত্তম খেতাব বাতিলে সরকারের হটকারী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সারা দেশের মত নারায়ণগঞ্জেও দাঊ দাঊ করে আগুন জ্বলবে।
নারায়ণগঞ্জে বিএনপির রাজনৈতিক অবস্থান পূর্বের যেকোন সময়ের চেয়ে অধীকগুন শক্তিশালী হয়েছে। সরকার জিয়া পরিবারকে এদেশের মানুষের কাছে হেয় করার এমন কোন পদ্ধতি নেই যা করেনি। সবশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন রনাঙ্গনের অগ্রনায়ক। যার ডাকে ৭১ সালের ২৫ মার্চ দিশেহারা এই জাতি স্বশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলো। সেই জিয়াউর রহমানের বীর প্রতীক খেতাবটি ছিনিয়ে নিতে উঠে পরে লেগেছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক নাসির আরও বলেন বঙ্গবন্ধুর কাছ থেকে পাওয়া সনদ,তারই মেয়ের শাসনামলে লুটে নেয়ার অশুভ পায়তারা করছেন।লুটেরা চাটুকারের দলেরা।যে চাটার দল বঙ্গবন্ধুকে বিপদে ফেলেছিলো। একই চাটার শ্রেনীর লোকেরাই শেখ হাসিনার চারিপাশে থেকে তাকে দিয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। যা এদেশবাসীর জন্য অকল্যান বয়ে আনবে। আমি উদাত্তকণ্ঠে সরকারের নীতি নির্ধারকদের কাছে আহবান জানাবো সরকার যেন হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসে। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য সরকারকে দায় বহন করতে হবে।
Leave a Reply