নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতার ঘটনার দ্রুত বিচার পূর্বক ধর্ষকের শাস্তি নিশ্চিত করার দাবীতে সোমবার (৮ ফেব্রুয়ারী ২০২১) সকাল ১০টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে স্বাক্ষ্যাৎ করে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। এ কর্মসূচী সারা দেশে পালন করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জসহ সারাদেশে বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষন, দলবদ্ধ ধর্ষনসহ যৌন সহিংসতার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন। মহিলা পরিষদ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার শিকার নারী ও কন্যা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করণের দাবী জানাচ্ছে।
নারীর প্রতি এ ধরনের সহিংসতা ও নির্মম নির্যাতনের ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করাসহ ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছে।
মহিলা পরিষদের দাবিসমূহ ঃ
১। ধর্ষণের ঘটনা আপোষ করা চলবে না।
২। ধর্ষণের শিকার নারীকে ধর্ষকের সাথে বিয়ে দেয়া চলবে না।
৩। ধর্ষনের শিকার নারী ও কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪। যৌন সহিংসতার শিকার নারী ও শিশুর দোষারোপ বন্ধ করতে হবে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সাবেক সভাপতি আনজুমান আরা আকসির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ রহিমা খাতুন, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, আন্দোলন সম্পাদক শোভা সাহা ও এডভোকেট জেসমিন আজিজা, সদস্য রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, অফিস সহকারী সুমী সরকার।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার নারী ও কন্যা নির্যাতনের প্রতিরোধে প্রয়োজনীয় সহযোগিতার আশ^াস দেন।
Leave a Reply