পর্দা নামলো প্রিমিয়ার ডিভিশনের। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর শেষ ম্যাচে সামসুজ্জোহা স্মৃতি একাদশ ৮ উইকেটে টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমীকে পরাজিত করেছে। লীগে দু’দলের খেলার ফলাফলে শুধু অবস্থান নির্ণায়ক। তবুও দু’দলের খেলোয়াড়দের মাঝে হার-জিতের স্পিরিট দেখা গেছে। সকালে পীচ ভেজা থাকায় ম্যাচ রেফারী ও আম্পায়ারদ্বয় ৩০ ওভারে নির্ধারণ করেন। সকালে টস জিতে টার্গেট অধিনায়ক সাব্বির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ওপেনার মেহেদী হাসান তানজিম ভালই খেলছিলেন। ২ ছয় ও ৪ চারে আউট হন ৩৪ রানে। শাহরিয়ার তামিম দেখেশুনে খেলতে থাকেন। ২ রানের জন্য ফিফটি পাননি তামিম। ৪ চারে ফিরেছেন ৪৮ রানে। সিয়াম মিয়া ৩ বাউন্ডারিতে ফিরেছেন ৩২ রানে। বাকি ব্যাটসম্যানেরা দলের স্কোরে তেমন ভুমিকা পালন করতে না পারায় ১৩৮ রানেই ৩০ ওভার শেষ। সামসুজ্জোহা স্মৃতির দই পেসার সবুজ বর্মন ও অলিউল্লাহ টার্গেট গ্রুপকে বড় স্কোর গড়তে দেয়নি। সবুজ বর্মন ২১ রানে ৪টি এবং অলিউল্লাহ ২৬ রানে পান ২ উইকেট। ১৩৯ রানের মামুলি স্কোর করতে তেমন বেগ পেতে হয়নি সামসুজ্জোহা স্মৃতির মত দলের। দুই ওপেনার আব্দুল কাদির সজল ৪ চারে ২৭ এবং ইকবাল বাবু ৪ চারে ২৪ রানে ফিরলেও হাবিবুর রহমান মারুফ জুটি বাধেন মার্শাল আইয়ুবের সাথে। এ জুটি অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মার্শাল আইয়ুব ৭ চার ও ১ ছয়ে ৪৯ এবং হাবিবুর রহমান মারুফ ৩ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন। টার্গেট গ্রুপের শাকিল আহমেদ জয় ৩০ রানে পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ টার্গেট গ্রুপ ক্রিকেট একাডেমী-১৩৮/৯(৩০ ওভার) শাহরিয়ার তামিম-৪৮,মেহেদী হাসান তানজিম-৩৪,সিয়াম মিয়া-৩২। অতিরিক্ত-১৩। সবুজ বর্মন-৪/২১,অলিউল্লাহ-২/২৬।
সামসুজ্জো স্মৃতি একাদশ- ১৪১/২(২০.৫ ওভার) মার্শাল আইয়ুব-৪৯,হাবিবুর রহমান মারুফ-৩৪,ইকবাল বাবু-২৭,আব্দুল কাদির সজল-২৪। অতিরিক্ত-৭।শাকিল আহমেদ জয়-২/৩০।
আম্পায়ার ঃ মোঃ রিপন ও অমিত মজুমদার।
স্কোরার – নাসির ও ডালিম(অল লাইন)।
Leave a Reply