নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল না পেয়ে অভিমানে রায়হান (১৮) নামের এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার ( ৩ ফেব্রুয়ারী ) দিবাগত-রাতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের নাগেরগাঁও এলাকায় তার নিজ ঘরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তার স্বজনরা। নিহত রায়হান ওই এলাকার ইসমাইল ফকিরের দ্বিতীয় ছেলে।
জানা গেছে, রায়হানের বাবা একজন সামান্য রাজ মিস্ত্রির সহকারী। এছাড়াও বড় ভাই রুবেল গ্রামের একজন সামান্য টং দোকানী। পরের দিন বৃহস্পতিবার সকাল আট টায় নিহতের জানাজা শেষে নাগেরগাঁও সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তবে এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, থানায় কোন খবর দেয়া হয়নি।
Leave a Reply