বৃহস্পতিবার (২৮ জানুয়ারি-২০২১ খ্রি:) নারায়ণগঞ্জ সদর-নৌ থানা পুলিশের একটি দল নগরীর ৩নং মাছ ঘাটে অভিযান চালিয়ে ১২০০ কেজি জাটকাসহ চাঁদপুর থেকে আসা যাত্রীবাহী লঞ্চ থেকে মাছ বিক্রেতা মো: আব্দুর রউফ(৫৬) আটক করা হয়। পরে ৫হাজার টাকা জরিমানা করে আটককৃতকে ছেড়ে দেয়া হয় এবং জব্দকৃত জাটকা বিভিন্ন মসজিদ-এতিমখানায় বিতরণ করা হয়।
সদর নৌ-পুলিশ থানার অফিসার ইনচার্জ মো.শহীদুল আলম জানান, ১২শ’ কেজি( প্রায় সোয়া টন ) ইলিশের জাটকা আনেন মাছ বিক্রেতা মো: আব্দুর রউফ। টহলরত নৌ পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাহিদা বারিককে জানানো হলে তিনি এসে মাছ বিক্রেতা আব্দুর রউফকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন এবং জব্দকৃত জাটকা বিভিন্ন মসজিদ-এতিমখানায় বিতরণ করা হয়।
উল্লেখ্য, জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে ০১ নভেম্বর, ২০২০ হতে ৩০ জুন, ২০২১ পর্যন্ত ১০ ইঞ্চি (২৫ সে.মি.) অথবা তার চেয়ে ছোট ইলিশ বা জাটকা আহরণ, পরিবহন, ক্রয়- বিক্রয় ও মজুদ দন্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়েছে।
আটককৃত ব্যক্তি মৎস্য সংরক্ষন আইন-১৯৫০ এর ৫ ধারায় অভিযুক্ত।
Leave a Reply