নারায়ণগঞ্জ সদর উপজেলার সমবায়ীদের অংশগ্রহণে সদর উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সদরউপজেলা অডিটোরিয়াম হল রুমে সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হুদা এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো, তাজুল ইসলাম। সদর উপজেলা এআইসিএস এবং অডিট অফিসার নাসির উদ্দিন’র সঞ্চালনায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন জেলা সমবার অফিসার মো, ইমরান হাবীব, পরিদর্শকও জীবন চন্দ্র দাস, আবদুল হাই ও আরিফুল হক প্রমূখ। অত্র উপজেলার সমবায়ীদের উৎপাদন মূলক সমবায় সমিতি গঠন এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশ ও দশের কল্যাণ সাধনেই এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য।
Leave a Reply