সকাল থেকেই আকাশটা গম্ভীর। শৈত্য। ঠান্ডাটা ঝেকে বসেছে। এমন দিনে ক্রিকেট ম্যাচ সম্পন্ন করা কষ্টই। ডি এল ম্যাথডে জয় নিয়ে মাঠ ছাড়ে রাইফেল ক্লাব।
আম্পায়রদ্বয়,ম্যাচ রেফারী মিলে ৫০ ওভারের ম্যাচকে প্রথমে ৩৬ ওভারে নির্ধারণ করে দেন। ক্ষণিক পরেই পরিস্থিতি যায় পাল্টে। ৩২ ওভারে ম্যাচ শুরু হলেও দু’বার হাল্কা বৃষ্টির বাধায় ম্যাচের দৈর্ঘ্য দাঁড়ায় ২৭ ওভারে। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ২৫ নং ম্যাচের চিত্র এটি।
মুখোমুখি গতবারের দু’সেমিফাইনালিষ্ট আলীগঞ্জ ক্লাব ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব। টস জিতে রাইফেল অধিনায়ক নুরুজ্জামান মাসুম ব্যাট করার সিদ্ধান্ত নেন। ২৭ ওভারে তারা রান তোলে ৩ উইকেট হারিয়ে ২২২ রান। জাহিদ জাভেদ ৪৭ বলে ৭ চার ও ৬ ছক্কায় করেন ৮৬ রান। অধিনায়ক নুরুজ্জামান মাসুম অনেকদিন পর রান পেলেন ২৭ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫০ রানে। নবীন ইসলাম আউট হন ৪৫ রানে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায়।
আলীগঞ্জের হৃদয় ২১,নাহিদ ৩১ এবং আশিক ৪৬ রান দিয়ে ১টি করে উইকেট পান। পরে ডিএল ম্যাথডে আলীগঞ্জের জয়ের টার্গেট দেওয়া হয় ২২৪ রানে। কিন্তু কিসের টার্গেট। থরিহর ব্যাটিংএ শেষ পর্যন্ত তারা ৯ উইকেট হারিয়ে তোলে ১৪৮ রান। হার ৭৬ রানে। প্রথম দিকে সাইফুল ৪ বাউন্ডারিতে ২৩ রানে ফিরলে বাকি ব্যাটসম্যানেরা সুবিধাই করতে পারেনি। একেবারে লেজের দিকে মাঠে নেমে চেষ্টা করেছেন আলীগঞ্জের জাহাঙ্গীর আলম ও খোকন মিয়া। দু’জনের নামের পাশে রান ২৬ । ২৩ বলে ৩ ছক্কা ও ১ বাউন্ডারিতে জাহাঙ্গীর এবং ২৮ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় খোকন এ রান পান। আমানুল্লাহ ১৫,আশিক ১৩ এবং সজিব আউট হন ১১ রানে। আলীগঞ্জে ব্যাটিংএ ধ্বস নামান জাহিদ জাভেদ ও সাজিদ হাসান। উভয়েই ২৫ রান দিয়ে পান ৩টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর ঃ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব- ২২২/৩(২৭ ওভার)জাহিদ জাভেদ-৮৬, মাসুম-৫০, নবীন-৪৫। অতিরিক্ত-২৭। হৃদয়-১/২১,নাহিদ-১/৩১,আশিক-১/৪৬।
আলীগঞ্জ ক্লাব-১৪৮/৯(৪০.৩ ওভার) জাহাঙ্গীর-২৬,খোকন মিয়া-২৬,সাইফুল-২৩,আমানুল্লাহ-১৫,আশিক-১৩,সজিব-১১। অতিরিক্ত-১২। জাহিদ জাভেদ-৩/২৫, সাজিদ হাসান-৩/২৫।
আম্পায়ার ঃ সোহরাব হোসেন ও মোঃ রাজন । স্কোরার – নাসির ও ডালিম(অল লাইন)।
আজকের খেলা ঃ নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ও সামসুজ্জোহা স্মৃতি একাদশ।
সকাল ৯টা।
Leave a Reply