মহামারী করোনাকালীন সময়ে নারায়ণগঞ্জে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে যারা স্মরণীয় হয়ে থাকবেন তাঁদেরকে সংবর্ধনা দিয়েছে “সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশণ নারায়ণগঞ্জ”। সমাজের এমন ৩০জন ব্যক্তিকে সম্মামনা ক্রেষ্ট দেয়া হয়েছে। এমনই একজন হচ্ছেন কুয়েত প্রবাসী এস এম সোহেল মাহমুদ।
যিনি ২০১৯ সালের ডিসেম্বরে ছুটি নিয়ে দেশে আসেন, করোনার কারণে বিমান ফ্লাইট বন্ধ থাকায় দেশেই অবস্থান করেন তিনি। নগরীর ১৬ নং ওয়ার্ডের ১নং বাবুরাইল এলাকার বাসিন্দা এই ব্যক্তি করোনাকালীন সময়ে ৫শ’রও অধিক গরীব-অসহায় মানুষকে খাদ্য এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন। চাল,ডাল,পেঁয়াজ,আলু,তেলসহ দৈন্যন্দিন জীবণের ব্যবহার্য্য জিনিষপত্র দিয়ে মানবসেবার এক অন্যন্য নজির স্থাপন করেন তিনি। পাশাপাশি বাড়ির ভাড়াটেদের তিনমাসের বাড়িভাড়াও মওকুফ করে দেন। “মানবসেবা পরম ধর্ম” এই বিষয়কে মাথায় রেখে তিনি নিজেকে উজার করে দিয়েছেন। তিনি বর্তমানে কুয়েত অবস্থান করছেন। ২০২০ সালের ৬ ডিসেম্বর তিনি পূণরায় কুয়েত পাড়ি জমান। এস এম সোহেল মাহমুদের অবর্তমানে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন তাঁর ছেলে মো: ইয়াসিন মাহমুদ।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ জানুয়ারী-২০২১ইং) বিকেল ৩.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ শায়েস্তাখাঁন রোডস্থ জেলা সরকারী গণগন্থাগার মিলনায়তনে “সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশণ নারায়ণগঞ্জ” এর ৪র্থ বর্ষে পর্দাপন উপলক্ষে “মহামারী করোনা থেকে সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা,গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ও টেলিগ্রাফনিউজ২৪.কম সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি খোন্দকার মাসুদুর রহমান দিপুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সবার কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ¦ ফয়েজ উদ্দিন আহমদ লাভলু।
অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর সভাপতি তানভীর আহমেদ টিটু।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান,নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ নাজমুল আলম সজল, সংরক্ষিত মহিলা ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, মাটি ও মানুষের কবি এড.নুরুল আলম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ শহিদ উল্লাহ, জেলা পরিষদেও সদস্য মোস্তাফা হোসেন চৌধুরী,নাট্যব্যক্তিত্ত্ব সাইফুল আলম,সাপ্তাহিক আলোর তরীর সম্পাদক ও প্রকাশক মিকাঈল ইসলাম রাজ, জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ, নারীনেত্রী ও মানবাধীকারকর্মী ফেরদৌসী আক্তার রেহেনা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব এম.আর হায়দার রানা ও মোখলেছুর রহমান তোতা।
Leave a Reply