বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ এম.এ রশীদ ও উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সাথে মত বিনিময় সভা করেছে বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমিতি নেতৃবৃন্দ।
১৮ জানুয়ারী সোমবার বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমিতি সভাপতি মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমিতি সহ-সভাপতি এস.এম শাহীন, সাধারন সম্পাদক কবির হোসেন, যুগ্ম সম্পাদক শরিফ হোসেন চিশতি, অর্থ সম্পাদক ইমাম হোসেন, প্রচার শাহা জামাল, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শিপু, নির্বাহী সদস্য এডঃ শাহ আলী খান পিন্টু, নাসির উদ্দিন, আমির হোসেন, জি.এম. সুমন, মেহেদী হাসান সজিব, মেহেদী হাসান রিপন প্রমুখ।
মত বিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এম.এ. রশীদ বলেন, আমি শতভাগ আশাবাদী এই সংগঠনটি বন্দরে সাংবাদিকদের ন্যায অধিকার আদায়সহ সাংবাদিকদের কল্যানে কাজ করবে। সাংবাদিকদের কল্যানে যা যা করার প্রয়োজন বন্দর উপজেলা প্রশাসন তা করবে বলে আসস্থ করেন।
মত বিনিময় সভা শেষে বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমিতি প্রধান উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ এম.এ রশীদ ও একই সংগঠনের উপদেষ্টা বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত বন্দর উপজেলা সাংবাদিক কল্যান সমিতি নেতৃবৃন্দ।
Leave a Reply