মনে করছিলাম শীত গ্যাছেগা। কিন্তু দুদিন ধইরা ভাল ঠান্ডাই পড়ছে। এই ঠান্ডার মধ্যে কম্বলটা পাইয়া উপকার হইল। রামসীতা বিগ্রহ মন্দিরের কম্বল পেয়ে শীতার্তরা খুশি। শীতার্তরা বললেন কম্বলের মান খুবই ভাল। শুক্রবার বিকেলে দেওভোগ রামসীতা বিগ্রহ মন্দিরের ২’শ দুস্থ অসহায় মানুষ এর মাঝে কম্বল বিতরন করেন। স্বাস্থ্যবিধি মেনে আগতরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে সকলেই কম্বল নিয়ে মনের সুখে বাড়ি ফিরে।
মাঘের শীত বাঘের গায়। গত দুইদিনে হেইডাই প্রমাণ অইতাছে। আর এই সময়ে কম্বলটা পাইয়া ভাল লাগতাছে। শীতে অনেক কস্ট অইতাছিল। কম্বলটা গায়ে দিলে গরম লাগব।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সাবেক প্যানেল মেয়র ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জমান মনির বলেন, দেওভোগ রামসীতা বিগ্রহ মন্দিরে সর্বশেষ দুঃস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ তারই আরেকটি উদাহরণ।
কম্বলের গুণগত মানের প্রশংসা করে তিনি বলেন, প্রচারের জন্য নয় কিংবা দেখানোর জন্য নয়। দেওভোগ রামসীতা বিগ্রহ মন্দিরে মনের টান থেকেই মানুষের পাশে দাঁড়িয়ে আসছে পূর্ব থেকেই। এভাবে চললে ভবিষ্যতে মন্দিরটি আরও বহুদূর এগিয়ে যাবে।
দেওভোগ রামসীতা বিগ্রহ মন্দিরে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামল মহারাজ, সাবেক প্যানেল মেয়র ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জমান মনির, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্স এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, মন্দির কমিটির সাধারন সম্পাদক সনজিৎ রায়, কোষাধ্যক্ষ লিটন সাহা, পুরোতিন রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।
Leave a Reply