বৃহস্পতিবার (১৪ জানুয়ারী ২০২১) সকালে ঢাকার ধূপখোলা মাঠে বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ উদ্বোধন করেন ঐতিহ্যবাহী সাঁকরানের।
সকাল থেকে সন্ধা পর্যন্ত রং রঙের ঘুঁড়ি উড়িয়ে দিনটি উদযাপন করে পুরোনো ঢাকার শিশু কিশোর যুবকেরা।
গেন্ডারিয়া এলাকার বিভিন্ন বাড়ীর ছাঁদে দেখা যায় অনেক যুবতীরা ও ঘুঁড়ি উড়ানোয় মেতে ওঠে। সন্ধার পর নানান রংঙের আতশবাজি তে ঢাকার আকাশকে রাঙ্গিয়ে তুলে বর্নিল সব আলোঝলকানিতে।
Leave a Reply