বুৃধবার ১৩ জানুয়ারি দুপুর ১ টায় চাষাড়া শহীদ।মিনার সংলগ্ন বিপিজেএ নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে তাদের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জেলার উপদেষ্টা শফিউদ্দিন আহম্মেদ বিটু, জেলা বিপিজেএ উপদেষ্টা মতিউর রহমান সেন্টু, বিপিজেএ জেলা সহ-সভাপতি পাপ্পু ভট্টচার্য্য, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক তানভীর রনি, কোষাধ্যক্ষ কাজী আলমাছ, প্রচার সম্পাদক শহিদ হোসেন, কার্যকরি সদস্য তাপস সাহা, মেহেদী হাসান সজীব, আরিফুর রহমান প্রমুখ।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি খোন্দকার শাহ আলম বলেন, আমাদের অনেকে মনে করে ফটো সাংবাদিক ও ইলেক্ট্রনিক্স মিডিয়া ক্যামেরাম্যানরা সাংবাদিক নন। আমি মনে করি ওরা আসলে সাংবাদিক। আমরা দুর থেকে বা ফোন নিউজ সংগ্রহ ও তথ্য নিতে পারি।
কিন্তু ফটো সাংবাদিক সরেজমিনে থেকে ক্যামেরায় আসল চিত্র তুলে ধরে। আপনাদের এসোসিয়েশনের সাবেক সভাপতি তাপস সাহা , নব নির্বাচিত সভাপতি হাবিবুর রহমামন শ্যামল, সহ সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য সাথে আমার পরিচয় ও কর্মক্ষেত্র অনেক স্মৃতি রয়েছে।
প্রেসক্লাবের অনুষ্ঠানে অনেক ফটো সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন রয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিদের গাড়ী ঘিরে ধরে আপনাদের সম্মান নষ্ট করবেন না। ফটো সাংবাদিক অনেকে আছেন, যারা প্রেসক্লাবের সদস্য হওয়ার যোগ্য রাখেন। কিন্তু আমাদের গোপন ভোটের কারণে অনেকে হতে পারেন নাই। এবার আমাদের পরিষদে আপনাদের প্রয়োজন ও যথাযথভাবে নেয়ার জন্য তুলে ধরবো। প্রেসক্লাবের একটি ফ্লোর সাংবাদিকদের জন্য পিআইবি বুনিয়াদী ট্রেনিং ব্যবস্থা নেয়া হবে। আপনাদের ব্যানারে করতে চান, তাহলে আপনাদের সহযোগিতা প্রেসক্লাব পক্ষ থেকে করা হবে। অনেক স্মৃতি নিয়ে সাংবাদিকতা করতে হয়।
নবনির্বাচিত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ বলেন, বিপিজেএ নারায়ণগঞ্জ অফিসে বসে কথা বলতে পেরে, খুব ভালো লাগছে। আপনাদের সহযোগিতা আগে করেছি, এখনোও করে যাবো। ইন্টারমেটিক আগে থেকে সাংবাদিক পেশা কাজ শুরু করি। অনেক কস্ট করে সাংবাদিকতা পেশায় রয়েছি। আগে সাংবাদিক শুরু করে বসার কোন স্থান ছিলো না। অনেক সময় ট্রেনের বগি সিটে বসে নিউজ করতাম। আপনাদের ফটো সাংবাদিকদের সংগঠনে যে কোন সহযোগিতা করতে আমরা প্রস্তুত।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখা উপদেষ্টা শফিউদ্দিন আহম্মেদ বিটু বলেন, অন্তত ফটো সাংবাদিকদের সাংবাদিক ইউনিয়নের সদস্য করার অনুরোধ করি।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান শ্যামল বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের পাশে সব সময় আমাদের ফটো জার্নালিস্টস এসোসিয়েশন পাবেন। আপনাদের ভালবাসা ও সেন্থ আমরা সংগঠনক এগিয়ে নিতে চাই। আমাদের সংগঠনে অনেকে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য হতে প্রস্তুত রয়েছে। আপনাদের সকল নিয়ম মেনে আমাদের সদস্য দেয়ার বিষয় বিবেচনা রাখবেন।
Leave a Reply