বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নারায়ণগঞ্জ মহানগর শাখার ২০২০-২২ সেশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা রবিবার শহরের একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়।
নবগঠিত ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে রাষ্ট্রীয় পদক প্রাপ্ত ক্রীড়া সংগঠক কে ইউ আকসির সভাপতি ও মোহাম্মদ নাজমুল হাসান রুমি সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রত্যেক সদস্য নিজেদের পরিচয় তুলে ধরেন, বিএইচআরসি-র শপথ গ্রহণ এবং সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাংগঠনিক আলোচনা করেন। কমিটির সদস্যদের মানবাধিকার কমিশনের পরিচয়পত্র, কোট পিন, নতুন বছরের ক্যালেনডার ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
বিএইচআরসি নারায়ণগঞ্জ মহানগর শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি ননী গোপাল সাহা, সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির, রোকসানা খবির, এরশাদুর রহমান ও শহীদুল আলম বুলবুল, সহ-সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক রীনা আহমেদ, সহ অর্থ সম্পাদক মো: রোকন শেখ, মহিলা সম্পাদক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, সহ মহিলা সম্পাদক লায়লা ইয়াসমিন ও সোনিয়া আজাদ, সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউদ্দিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মো: মতিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আছিয়া সুলতানা, সহ আইন সম্পাদক এডভোকেট হোসনি মোবারক, আন্তর্জাতিক সম্পাদক মো: কামরুল হাসান, সহ আন্তর্জাতিক সম্পাদক মীর মঈনুল ইসলাম, দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন, সহ দপ্তর সম্পাদক মো: অহিদুল ইসলাম, প্রচার সম্পাদক এম আক্তার হোসেন, সহ প্রচার সম্পাদক মো: নাহিদ নিজামী ও আফসানা আক্তার শিমু, সমাজকল্যাণ সম্পাদক মো: হাসিন শাহীন পাপ্পু এবং সহ সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান। কমিটির নির্বাহী সদস্যরা হলেন জান্নাতুল ফেরদৌস তনিমা, মো: ওসমান গনি, মো: সালাহউদ্দীন, মোহাম্মদ মোশারেফ হোসেন, মো: আফছারুল হক জীবন এবং মো: আজিজুল হক।
শারীরিক অসুস্থতার কারণে কে ইউ আকসির অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সিনিয়র সহ সভাপতি ননী গোপাল সাহা সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি।
Leave a Reply