জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ১১ জানুয়ারী পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির ক্ষমতাবলে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে, এবং ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি’র অনুরোধক্রমে এ কমিটিদ্বয় গঠন করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সম্মেলন প্রস্তুতি কমিটিতে বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুকে আহ্বায়ক ও সোনারগাঁ জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মো. হানিফকে সদস্য সচিব করে ১৭৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটিতে আকরাম আলী শাহীনকে আহ্বায়ক ও আফজাল হোসেনকে (কাউন্সিলর) সদস্য সচিব করে ১৩৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
জেলা ও মহানগরের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, চেয়ারম্যানের নির্দেশে কমিটিদ্বয় গঠন করা হয়েছে। সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে সিদ্ধান্ত দিবেন।
Leave a Reply