কন্ঠশিল্পী আনিসের কিডনি সংযোজনের জন্য আমেরিকার ফ্লোরিডায় প্রতিষ্ঠিত ঢাকা ক্লাব অব ফ্লোরিডা’র মানবিক অনুদান।
রবিবার (১০ জানুয়ারী ২০২১) নব্বই দশকের ঢাকার মঞ্চ মাতানো সঙ্গীত শিল্পী আনিস দীর্ঘদিন যাবত দুটি কিডনি হারিয়ে ধূঁকছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কন্ঠশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন কন্ঠশিল্পী আনিস। কিন্তুু বিগত চার বছর ধরে দেহের দুটো কিডনি হারিয়ে মৃত্যুর প্রহর গুনছেন।
তিনি সপ্তাহে তিনটি ডায়ালাইসিস নিয়ে ধূঁকে ধূঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।অথচ একটি কিডনি সংযোজন করলেই মানুষটি আরো কিছু বছর বেঁচে থাকতে পারতেন। সংবাদটি তারই এক প্রবাসী বন্ধুর মাধ্যমে জানতে পারে আমেরিকার প্রবাসী সংগঠন ঢাকা ক্লাব অব ফ্লোরিডা।
তাই শিল্পী কে বাঁচানোর জন্য স্বদেশী ও প্রবাসী বন্ধুদের কাছ থেকে আন্তরিক সহযোগীতা কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় আনিস কে বাঁচাতে এগিয়ে এসেছেন প্রবাসী সংগঠন আমেরিকার ফ্লোরিডায় প্রতিষ্ঠিত ঢাকা ক্লাব অব ফ্লোরিডার কয়েকজন বন্ধু।
আনিসের পরিবার পক্ষ থেকে ঢাকা ক্লাব অব ফ্লোরিডার মীম হোসেন, রানা,আনোয়ারুল খান দিপু,ও দঁদানসহ সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply