নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন,‘মৃত্যু হবে এটাই সত্য। কিন্তু অনেকেই ভাবেন আমি বেঁচে থাকবো; এমন ভাবনা থেকে অহংকার, দাম্ভিকতা আসে। অনৈতিকতা আসে। আর সেই অনৈতিকতা থেকেই পৃথীবিতে নেমে আসে বিপর্যয়। বিপর্যয় আমাদের শেখায়, তোমরা এখন মানুষ হও।’
দৈনিক ‘কালের কন্ঠ’ পত্রিকার ১২ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে রবিবার (১০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এ কথা বলেন তিনি ।
তিনি বলেন, ‘মানুষকে মরতে হবে, এটাই সত্য। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। আর সত্যের পথটা কঠিন। এই রাস্তায় কাঁটা থাকে, অনেক ঝামেলা থাকে। কিন্তু পৃথীবির অতীত ইতিহাস থেকে জানা যায়, একটা পর্যায়ে সত্যের জয় হয়।’
‘কালের কণ্ঠের’ জেলা প্রতিনিধি দিলীপ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, কেউ কেউ পত্রিকা বের করে ব্যবসায়ীক সেক্টর হিসেবে নেওয়ার জন্য। অনেকে হুমকি দমকিও দেয়, অনেকেই আবার ক্ষমতায় আসার সিড়ি হিসেবে ব্যবহার করে। আমাদের দেশেও সাদা ও কালো পত্রিকা রয়েছে। এখন চলছে কালোর সাথে সাদার লড়াই। আমি জানি, শেষ পর্যন্ত সাদাই জিতবে।
শামীম ওসমান এমপি বলেন, ‘আমি রাজনীতির ছাত্র, কিন্তু লেখা পড়া করে রাজনীতি শিখি নাই। আমার মনে হয়, আমি আমার মায়ের পেট থেকে রাজনীতি শিখে আসছি। আমি যেটা বুঝি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অধ্যায় এখন চলছে। বাংলাদেশে যে খেলা এখন শুরু হয়েছে। সে খেলা সরকার পরিবর্তনের নয়, ভোগলিক কারণে বাংলাদেশকে এখন আফগানিস্তান, তালেবানের মতো বানাতে চায় ওরা। এখন কে কোন দল, আমার কাছে ব্যাপার নয়। আমার কাছে ব্যাপার হচ্ছে কে ভালো, কে খারাপ। আওয়ামী লীগেরও ভালো মানুষ, খারাপ মানুষ আছে। অন্যদলেও ভালো মানুষ, খারাপ মানুষ আছে। তবে, আমি যেটা মনে করি, জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে এখন আর আওয়ামী লীগ ভাবার কারণ নাই। আমরা ভাবতেও চাই না।’
আগামী ২৬ মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জে সাংবাদিক, প্রশাসন ও পুলিশকে চোখ কান খোলা রাখতে হবে। কেন জানি আমার কাছে মনে হয়, আকাশে শকুনরা খুব উড়ছে, আর কালনাগিনী সাপরা ছোবল মারার জন্য মাটিতে এদিক ও দিক ঘুরছে। প্রধানমন্ত্রীর যদি কিছু হয়ে যায়, দেশটাকে আর সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না।
ওই সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বিপ্লব, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহম্মেদ টিটু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।
Leave a Reply