নারায়ণগঞ্জ জেলা তরুন পার্টির আহবায়ক ও উপজেলা জাতীয় পার্টি নেতা আহত মাঈনুদ্দিন মানুর শারিরীক খোঁজখবর নিতে তার বাসভবনে ছুটে যান যুবলীগ নেতা খান মাসুদ।
৮ জানুয়ারী শুক্রবার রাতে বন্দর ইউনিয়নস্থ কলাবাগ আহতের নিজ বাসভবনে যান তিনি। এ সময় তরুন প্রজন্মের এই যুবলীগ নেতা খান মাসুদ আহত মাঈনুদ্দিন মানুর শারিরীক অবস্থা ও বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি সব সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ সময় যুবলীগ নেতা খান মাসুদ ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইমন,যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ,শেখ মমিন,উজ্জ্বল আহমেদ,রতন সরকার নিলয়,সানি খান,রাজু আহমেদ প্রমুখ
Leave a Reply