নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জের ইতিহাসে মুক্তিযুদ্ধের অনেক বীরত্ব গাঁথা রয়েছে । আমি মুক্তিযোদ্ধাদের দিকে তাকালে আমার বাবার কথা মনে হয়। আমি যতদিন বেচে আছি মুক্তিযোদ্ধাদের জন্য আমার দরজা খোলা থাকবে। যদি কোন সমস্যায় পড়েন আপনারা আমাকে জানাবেন।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
আমরা মুক্তিযোদ্ধাদের কোনভাবেই হারাতে চাইনা। সবাই নিজের দিকে খেয়াল রেখে চলবেন। কারো চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় আমি আপনাদের পাশে থাকবো। বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা কাজ করেছেন বলেই আজকে আমরা কোট পড়ছি টাই পড়ছি। আপনারা যুদ্ধ না করলে আমার কোট টাই পড়া হতোনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা উন্নয়নের অগ্রযাত্রাকে সামনে রেখে এগিয়ে যাবো।
এতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply