আজ (৭ ই জানুয়ারি )নারায়ণগঞ্জ দেওভোগ এলাকার কৃত্বি সন্তান,স্বাধীনতা যুদ্ধের রনাঙ্গনের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা শেখ আমজাদ হোসেন পুতুল এর নবম মৃত্যুবার্ষিকী । ২০১২ ইং ৭ই জানুয়ারী আজকের এই দিনে পরিবার পরিজনের সকলকে শোক সাগরে ভাসিয়ে মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইহকাল ত্যাগ করেন তিনি ।
জীবদ্দশায় মরহুম শেখ আমজাদ হোসেন পুতুল নারায়ণগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জ শহর শাখার প্রচার সংম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাংঙ্গালী, বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহব্বানে পাক হায়ানাদের কবল থেকে দেশ ও জাতীকে মুক্ত করার জন্য জীবনের মায়া ত্যাগকরে এদেশের যে সকল বীর যুবকরা মুক্তিযোদ্ধে অংশ গ্রহন করেছিলেন তাদের মধ্যে মরহুম শেখ আমজাদ হোসেন পুতুল ছিলেন একজন ।
বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আমজাদ হোসেন পুতুল এর বড়ছেলে শেখ মিজানুর রহমান সজীব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আইডিতে তার মরহুম পিতার জন্য দোয়া চেয়ে লিখেছেন, আপনারা সকলে আমার আব্বুর রুহের মাফফেরাত কামনা করে দোয়া করবেন, মহান আল্লাহ যেন আমার আব্বুকে তার পার্থিব জীবনের সকল গুনাহ মাফ করে বিনা হিসেবে জান্নাত দান করেন। “আমীন”
Leave a Reply