গত ১লা জানুয়ারি, ২০২১ অরিন্দম পাল ঝিনুকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেল কবি আবু হাসান শাহরিয়ারের কবিতা থেকে অরিন্দম পাল ঝিনুকের সুরারোপিত গান-‘নদীর পাশে একা’-এর মিউজিক ভিডিও। একযোগে গানটি মুক্তি পায় সকল এফএম রেডিও স্টেশন ও অনলাইন রেডিও গুলোতেও। এছাড়াও গানটি বাংলাদেশের স্বনামধন্য মিউজিক চ্যানেল গানবাংলাতেও প্রচার করে সেই দিন থেকেই। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন এই সময়ের প্রতিভাবান সঙ্গীতশিল্পী ও সুরকার অরিন্দম পাল ঝিনুক এবং সঙ্গীত করেছেন সম্রাট আহমেদ। মিউজিক ভিডিও’র চিত্রগ্রহন করেছেন রাজবীর সাহা, সম্পাদনা করেছেন শুভ ম্যাথিউন এবং পরিচালনা করেছেন শিল্পী নিজেই। কাব্যিক কথা, মেলোডিয়াস সুর, শ্রুতিমধুর আবহ সঙ্গীত ও নান্দনিক মিউজিক ভিডিও’র জন্য গানটি ইতিমধ্যেই শ্রোতামহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। শিল্পী জানান, এই গান থেকে অর্জিত সকল অর্থ সুবিধাবঞ্ছিত শিশুদের স্কুল শ্রুতি বিদ্যাপীঠের উন্নয়নে কাজে লাগানো হবে।
Leave a Reply