নারায়নগঞ্জ জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের জন্য বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির মহাসচিব ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেন । এড.তৈমুর আলম খন্দকার কে আহবায়ক ও মামুন মাহমুদ কে সদস্য সচিব এবং সাত জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ঘোষিত কমিটির যুগ্ম-আহবায়ক যারা হলেন যথাক্রমে মনিরুল ইসলাম রবি,নাছিরউদ্দিন,আব্দুল হাই রাজু, লুৎফর রহমান আবদু, এড.মাহফুজুর রহমান হুমায়ুন,জাহিদ হাসান রোজেল,ও নজরুল ইসলাম পান্না মোল্লা।সদস্যরা হলেন, খন্দকার আবু জাফর,কাজী নজরুল ইসলাম টিটু,এড. আবুল কালাম আজাদ বিশ্বাস,মাহমুদুর রহমান সুমন, মোশারফ হোসেন, রিয়াদ মোঃ চৌধুরী, বাশিরউদ্দিন বাচ্চু,হাজী সেলিম, মোশারফ হোসেন (সোনারগাঁও) আশরাফুল হক রিপন,একরামুল কবীর মামুন,ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল,রুহুল আমিন শিকদার,হাবিবুর রহমান হাবু,মোঃ দুলাল হোসেন,কাশেম ফকির, ইউসুফ আলী ভুইয়া,আব্দুল আজিজ মাস্টার,এম এ হালিম জুয়েল, গোলজার খান( চেয়ারম্যান) শাহআলম হিরা,মোস্তাকুর রহমান,রিয়াজুল ইসলাম,রহিমা শরীফ মায়া,কামরুজ্জামান মামুন,হামিদুল হক খান, মোঃবাকির হোসেন,আল মুজাহিদ মল্লিক, ও জুয়েল আহমেদ।
Leave a Reply