মুজিববর্ষ ট্রাস্ট ব্যাংক ১৮তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা দল ২টি স্বর্ণ,৪টি রূপা এবং ৭টি তাম্র পদক পেয়েছে। ২৭-৩০ ডিসেম্বর ২০২০ এ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলা দল অংশ নেয়। রহমত আলী ও মহিবুর রহমান মাহি পুমসে বিভাগে স্বর্ণ। আল আমিন,মেহেদী,প্রনব ও রোমান পুমসে বিভাগে রূপা। নকিব,সৌরভ,জিহাদ,আসিব,সানি,তানভীর,মহিউদ্দিন পুমসে বিভাগে তাম্র পদক লাভ করেছে। দলের নেতৃত্ব দিয়েছেন রহমত আলী। জেলা দলের এ সাফল্যে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু সকল খেলোয়াড় ও দলনেতাকে অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply