বই উৎসব, এইচএসসির ফলসহ সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামীকাল মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
বই উৎসব ছাড়াও এইচএসসির ফলাফল এবং শিক্ষাসংক্রান্ত সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তিনি মতবিনিময় করবেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
প্রতিবছর নতুন বছরের প্রথম দিন উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হলেও করোনা পরিস্থিতিতে এবার তা হচ্ছে না। শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি অবনতির শঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানে চলমান এ ছুটি বাড়ানো হয়েছে। করোনা মহামারির কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে।
Leave a Reply