উৎসাহ আর উদ্দিপনার সাথে বেলুন ও পায়রা উড়িয়ে আজ শনিবার উন্মোচিত হলো ‘হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর পর্দা। সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ এর পৃষ্ঠপোষক হোসাইন গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু। আরও উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা,সদস্য মাকসুদ উল আলম,জাহাঙ্গীর আলম,মোঃ আসলাম,মাহবুবুল হক উজ্জল,সিরাজুল ইসলাম,মাহমুদা শরীফ,ফিরোজ মাহমুদ সামা,ডা.রাকিবুল ইসলাম শ্যামল,জাকির হোসেন শাহিন,আতাউর রহমান মিলন,মাহবুব হোসেন বিজন,গৌতম কুমার সাহা প্রমুখ।
সংবাদ প্রেরণ পর্যন্ত উদ্বোধনী দিনে কে.সি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব টস জিতে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে গতবারের চ্যাম্পিয়ণ নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীকে।
+:শিরোপাধারী নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর শুভ সূচনা:+
গতকাল (শনিবার) সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর উদ্বোধনী ম্যাচ। ম্যাচে গতবারের শিরোপাধারী নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী রানে কে.সি এ্যাপারেলস ক্রিকেট ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করেছে। সকালে টস জিতে কে.সি এ্যাপারেলস এর অধিনায়ক জনি তালুকদার প্রথমে ব্যাট করতে পাঠায় গতবারের শিরোপাধারী নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীকে। দু’আম্পায়ার ৪৯ ওভারে ম্যাচের পরিধি ঠিক করেন। ক্রিকেট একাডেমী পুরো ৪৯ ওভার ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে স্কোর দাঁড় করায় ২৮৯। তাদের প্রথম উইকেটের পতন হয় ৫০ রানে। ওভার রেট ছিল ৫.৫। শাহজাহান মুন্না ফিরে আসেন ২৪ রানে(৪ বাউন্ডারি)। ১০১ রান আসে ১৫.৩ ওভারে। অধিনায়ক আনিসুল ইসলাম ইমন ৫৯ বলে করেন ৮০ রান। তার ইনিংসে ছিল ১৫ টি বাউন্ডারি। জিসান আলম ২ বাউন্ডারিতে ফিরেন ১৬ রানে। উইকেট কিপার মাহিদুল ইসলাম আউট হন ৭৩ রানে। খেলেছেন ৯৫ বল। মেরেছেন ৩ বাউন্ডারি ও ২ ছক্কা। রায়ান রাফসান ৬১ বলে করেন ৫৮ রান ৪ বাউন্ডারি ও ১ ছক্কায়। মইনুল ১০ এবং ইমরান জহির ১বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ১২ রান। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। কে.সি এ্যাপারেলস এর মোহাম্মদ শহিদ ৬৮ রানে এবং গোলাম মোস্তফা রনি ৬৬ রানে ৩টি করে উইকেট দখল করেন। রনি ফয়সাল পান ১ উইকেট ২৮ রানের বিনিময়ে। ২৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই ফিরেন জনি তালুকদার ১৬ রানে। ১৬ রান আসে ৪ বাউন্ডারিতে। অমিত হাসান ২৬ বলে ১৭,আল-আমিন জুনিয়র ১৯ বলে ১১ রিফাত খান ৩০ বলে ২৭,আরিফুল হক ৬৫ বলে ৭৩ রানে ফিরেন ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায়। মাযহারুল আদিব করেন ৪০ বলে ২৩ রান ২ বাউন্ডারিতে। মোহাম্মদ শহিদ ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭ বলে ফিরেন ১৩ রানে। অতিরিক্ত থেকে যোগ হয় ১৩। একাডেমীরআলমগীর ২৪ রানে এবং রাব্বি ৩৪ রানে ৩টি করে উইকেট দখল করেন। ২ উইকেট পান ইমন।
সংক্ষিপ্ত স্কোর : নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী : ২৮৯/৭(৪৯ ওভার)। ইমন-৮০,মাহিদুল-৭৩,রাফসান-৫৮,শাহজাহান-২৪,জিসান-১৬,ইমরান-১২। অতিরিক্ত-১৪। মোস্তফা রনি-৩/৬৬,শহিদ-৩/৬৮।
কে.সি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব : ২০১/১০(৩৮.২ ওভার)। আরিফুল হক-৭৩,রিফাত-২৭,মাযহারুল-২৩,অমিত-১৭,জনি-১৬,শহিদ-১৩,আল আমিন-১১। অতিরিক্ত-১৩। আলমগীর-৩/২৪,রাব্বি-৩/৩৪,ইমন-২/৫৮।
আম্পায়ার : মুজাহিদুল ইসলাম স্বপন ও সোহরাব হোসেন। স্কোরার –সাদ্দাম,ডালিম।
আজকের খেলা : নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ও ইসদাইর চন্দা এস.সি।
সকাল ৯টা।
Leave a Reply