মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এম এ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো.বাদল(ভিপি বাদল), নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর বিরু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দনশীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাফায়েত আলম সানিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।
Leave a Reply