ইন্ডিয়ান ফুটবল সুপার লীগ জমে উঠেছে। এটিকে মোহনবাগান ১-০ গোলে এফসি গোয়া কে হারিয়েছে।বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় দিল্লী ফাতোরদা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লীগ ২০২০/২১ এর ষষ্ঠ খেলায় ৮৫ তম মিনিট রয় কৃষ্ণার একমাত্র গোলে এফসি গোয়াকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ৬ খেলায় ৪জয়, ১ ড্র,১পরাজয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে। সমান খেলায় যৌথ ভাবে ১৩ পয়েন্ট নিয়ে মুম্বাই এফসি দ্বিতীয় স্থানে রয়েছে।
Leave a Reply