নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় নারী ও শিশু নির্যাতন মামলার বাদী সুলতানা আক্তারকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। মামলা তুলে নিতে ওই এলাকার শাহা সরদারের ছেলে ও মামলার প্রধান আসামি আব্দুল মতিনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
মামলার বাদী সুলতানা আক্তার বলেন, এলাকার আব্দুল মতিন দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেয়াসহ নানা রকমভাবে তাকে উত্যক্ত করে আসছিল। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে ক্ষিপ্ত হয়ে গত ১১ অক্টোবর আব্দুল মতিনের নেতৃত্বে ৫/৬ সদস্যের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে তার বাড়িতে হামলা চালায়। বাঁধা দিলে টানা-হেঁচড়া করে সুলতানা আক্তারকে মারধর এবং শ্লীলতাহানী করে। পরে সুলতানা আক্তার বাদী হয়ে আব্দুল মতিনসহ পাঁচজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারায়ণগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ পুলিশ ব্যুারো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, মামলার তদন্ত চলছে। শিগগির মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।
Leave a Reply